নিজস্ব প্রতিনিধি, রাজশাহী: রাজশাহীতে গত ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু হয়েছে। তারা সবাই করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।
তিনি জানান, মঙ্গলবার (৫ অক্টোবর) সকাল ৯টা থেকে বুধবার (৬ অক্টোবর) সকাল ৯টার মধ্যে রামেক হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে তারা মারা যান। তাদের মধ্যে দুজন নওগাঁ এবং একজন রাজশাহী জেলার বাসিন্দা।
শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) দুজন এবং ২৯/৩০ নম্বর ওয়ার্ডে একজন রোগী মারা গেছেন। এদের মধ্যে একজন পুরুষ এবং দুজন নারী রয়েছেন। একই সময়ে রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষা হয়েছে আরও ২৮২ জনের। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ছয়জনের।
সান নিউজ/এমকেএইচ