নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীসহ সারা দেশে করোনাভাইরাসের পাশাপাশি বাড়ছে ডেঙ্গুরোগীর সংখ্যা। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে ২ জনের মৃত্যু হয়েছে এবং আরও ১৯৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ৭৩ জনের মৃত্যু হয়েছে।
গতকাল সোমবার (৪ অক্টোবর) সকাল থেকে আজ মঙ্গলবার (৫ অক্টোবর) সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় ঢাকায় ভর্তি হয়েছেন ১৫১ জন। ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ৪৬ জন। আজ স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ সব তথ্য জানানো হয়েছে।
এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মোট হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১৯ হাজার ১৩৩ জনে দাঁড়িয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বর্তমানে ঢাকার ৪৬টি সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৭৩১ জন এবং অন্যান্য বিভাগে ভর্তি আছেন ১৭০ জন।
সান নিউজ/এমএইচ