নিজস্ব প্রতিবেদক: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ জানিয়েছেন, বিমানবন্দরে আরব আমিরাতগামী কর্মীদের করোনা পরীক্ষার ফি সরকার দেবে। রোববার (৩ অক্টোবর) থেকে তা কার্যকর করা হয়েছে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি চিঠি দিয়েছে স্বাস্থ্য অধিদফতরসহ সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়কে।
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে পাঠানো চিঠিতে বলা হয়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংযুক্ত আরব আমিরাতগামী বাংলাদেশি কর্মীদের করোনার পিসিআর টেস্ট করার জন্য নির্ধারিত ১ হাজার ৬০০ টাকা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের তহবিল থেকে পরিশোধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. সারওয়ার আলম স্বাক্ষরিত চিঠিতে আরও বলা হয়, ৩ অক্টোবর থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।
এতে আরও বলা হয়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংযুক্ত আরব আমিরাতগামী বাংলাদেশি কর্মীদের কাছ থেকে পিসিআর টেস্টের কোনও ফি আদায় না করার জন্য সংশ্লিষ্ট ল্যাবগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করার অনুরোধ করা হলো।
সাননিউজ/এমআর