নিজস্ব প্রতিবেদক: এ বছরের অক্টোবর ও নভেম্বরের মধ্যে বাংলাদেশে আসবে ফাইজারের আরও ৭১ লাখ করোনা টিকা। শনিবার (২ অক্টোবর) রাতে ভ্যাকসিন ডেপলয়মেন্ট কমিটির সদস্য ড. এ এস এম আলমগীর বেসরকারি এক টেলিভিশনে যুক্ত হয়ে এ কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশকে আরও ৭১ লাখ টিকা বরাদ্দ করেছে ফাইজার। সেটা অক্টোবর ও নভেম্বরে পাওয়া যাবে। মডার্না আরও ১৮ লাখ টিকা বরাদ্দ করেছে। এটা সম্পূর্ণ যুক্তরাষ্ট্র সরকারের ডোনেশন, কিন্তু আসছে কোভ্যাক্সের মাধ্যমে।
শিক্ষার্থীদের টিকা দেওয়ার বিষয়ে এক প্রশ্নের উত্তরে এ এসএম আলমগীর বলেন, ১৮ বছরের ঊর্ধ্বে ৮০ ভাগ শিক্ষার্থীকে টিকা দেওয়া হয়েছে। অনেকে দ্বিতীয় ডোজ এখনও নিতে আসেনি। ইউনিভার্সিটিগুলো খুললে ক্যাম্পেইন করে দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হবে। যাদের এনআইডি নেই তাদেরও জন্মনিবন্ধন সনদ বা বিশেষ তালিকা করে টিকা দেওয়ার জন্য ইউজিসি আমাদের জানিয়েছে। তাদেরও টিকা দেওয়া হবে।
সাননিউজ/এমআর