নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম: গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়েছেন ৩২ জন। এর মধ্য দিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো এক লাখ এক হাজার ৭৮৪ জনে। একই সময়ে জেলায় আক্রান্ত বা উপসর্গে কারও মৃত্যু হয়নি।
গত ২৪ ঘণ্টার পরিসংখ্যান থেকে দেখা যায়, জেলায় আবারও বৃদ্ধি পেয়েছে সংক্রমণ। এর আগে শুক্রবার জেলায় আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয় এবং শনাক্ত হয়েছিলো ২৮ জনের।
শনিবার (২ অক্টোবর) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন এই তথ্য পাওয়া গেছে।
সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, একদিনে চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে এক হাজার ৬৬২ জনের নমুনা পরীক্ষায় ৩২ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। শনাক্তের হার এক দশমিক ৯৩ শতাংশ।
তিনি জানান, গত একদিনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে সাতজন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে নয়জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে তিনজন, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে আটজন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে একজন ও শেভরণ হাসপাতাল ল্যাবে দুইজনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।
সান নিউজ/এফএইচপি