নিজস্ব প্রতিবেদক: রাঙ্গামাটিতে কাপ্তাই স্বাস্থ্যকেন্দ্রে গত কয়েকদিন ধরে বেড়েছে নিউমোনিয়া, ডায়রিয়া, সর্দি-কাশিসহ নানা ধরনের ভাইরাসজনিত রোগে আক্রান্ত রোগীর চাপ। নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে শিশুর সংখ্যাই বেশি বলে জানা গেছে। রোগীর চাপ বেড়ে যাওয়ায় দেখা দিয়েছে শয্যা সংকট।
কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্সে খোঁজ নিয়ে জানা যায়, বর্তমানে হাসপাতালে করোনা রোগীর চাপ কমলেও আবহাওয়াজনিত কারণে রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় হিমশিম খেতে হচ্ছে কর্তৃপক্ষকে। এছাড়া বেশিরভাগ শিশু হাসপাতালে ভর্তি হচ্ছে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে।
কাপ্তাই স্বাস্থ্য বিভাগের আবাসিক মেডিকেল অফিসার ও করোনার ফোকাল পারসন ডা. ওমর ফারুক রনি জানান, কাপ্তাইয়ে করোনার প্রকোপ কিছুটা কমলেও আবহাওয়ার কারণে ভাইরাসজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন অনেকে। তবে শ্বাসকষ্ট ও নিউমোনিয়া নিয়ে বেশি ভর্তি হচ্ছে শিশুরা। রোগীর চাপ বাড়ায় হাসপাতালের মেঝেতেই অনেককে চিকিৎসা দিতে হচ্ছে।
সান নিউজ/এনকে