নিজস্ব প্রতিবেদক: সিলেটে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু ও নতুন রোগী শনাক্তের সংখ্যা দুটোই কমেছে। একই সময়ে একজনের মৃত্যু হয়েছে। নতুন রোগী শনাক্ত হয়েছে ১২ জন।
স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় থেকে এ তথ্য জানিয়েছে।
স্বাস্থ্য অধিদফতর জানায়, আজ শুক্রবার (১ অক্টোবর) সকাল ৮টার মধ্যে সিলেট জেলায় করোনাক্রান্ত হয়ে ১ জন মারা গেছেন। তাদেরকে নিয়ে মৃতের সংখ্যা ১১৬৩ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ওসমানীতে ১১৭ জনসহ সিলেট জেলায় মৃতের সংখ্যা ৯৭২ জন। মৃতদের মধ্যে সুনামগঞ্জের ৭২ জন, মৌলভীবাজারের ৭২ জন ও হবিগঞ্জের ৪৭ জন রয়েছেন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে ১২ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় শনাক্ত হন ৭ জন। বাকিদের মধ্যে মৌলভীবাজারের ৩ জন ও হবিগঞ্জের ২ জন রয়েছেন। সুনামগঞ্জে কোনো নতুন রোগী শনাক্ত হননি।
সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় জানান, গত ২৪ ঘণ্টায় বিভাগে সুস্থ হয়েছেন ৩৩ জন। সুস্থ হওয়াদের মোট সংখ্যা এখন ৪৮ হাজার ১৪২ জন।
তিনি জানান, বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে ৫৫ জন করোনা রোগী ভর্তি আছেন।
সান নিউজ/এনকে