আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডব চলছেই। এই ভাইরাসের প্রকোপে ইতোমধ্যে (মঙ্গলবার দুপুর তিনটা পর্যন্ত) বিভিন্ন দেশে সুস্থ হয়েছে ২০ কোটি ৯৮ লাখ ৬৫ হাজার ২৩১ জন। অর্থাৎ, প্রায় ২১ কোটি মানুষ। আক্রান্ত হয়েছেন ২৩ কোটি ৩১ লাখ ৩২ হাজার ৬৯৭ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৪৭ লাখ ৭০ হাজার ২৪৯ জন মানুষের।
করোনায় সবচেয়ে বেশি সুস্থ হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে সুস্থ হয়েছে ৩ কোটি ৩৩ লাখ ৯৪ হাজারের বেশি মানুষের।
করোনায় সুস্থতার দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত সুস্থ হয়েছে ৩ কোটি ২৯ লাখ ৫৮ হাজারের বেশি মানুষের।
তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে সুস্থ হয়েছে ২ কোটি ৩ লাখ ৬১ হাজারের বেশি মানুষের।
সান নিউজ/এমএইচ