নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে এ পর্যন্ত পাঁচ কোটি ৪৫ লাখ ৮৫ হাজার ৮০ ডোজ করোনা টিকা এসেছে। প্রয়োগ হয়েছে চার কোটি আট লাখ ৯১ হাজার ১০৬ ডোজ। এই মুহূর্তে মজুত আছে এক কোটি ৩৬ লাখ ৯৩ হাজার ৯৭৪ ডোজ টিকা।
প্রথম ডোজ পেয়েছেন দুই কোটি ৪৫ লাখ ৭৮ হাজার ৬৪৬ জন এবং এক কোটি ৬৩ লাখ ১২ হাজার ৪৬০ জন দ্বিতীয় ডোজ পেয়েছেন। রোববার (২৬ সেপ্টেম্বর) প্রথম ও দ্বিতীয় ডোজ মিলিয়ে প্রয়োগ হয়েছে ৬ লাখ ৫৯ হাজার ৫৩৭ ডোজ।
রোববার (২৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে। এগুলো দেওয়া হয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, ফাইজার ও মডার্নার ভ্যাকসিন।
অধিদপ্তর জানায়, রোববার বিকাল ৫টা পর্যন্ত টিকা পেতে চার কোটি ৪৫ লাখ ৫২ হাজার ৭৬০ জন নিবন্ধন করেছেন।
সাননিউজ/এমআর