নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশে এ পর্যন্ত তিন কোটি ৯৬ লাখ ৫১ হাজার ৫৬৯ ডোজ কোভিড ভ্যাকসিন প্রয়োগ হয়েছে। প্রথম ডোজ পেয়েছেন দুই কোটি ৩৮ লাখ ৭০ হাজার ৩১৭ জন এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন এক কোটি ৫৭ লাখ ৮১ হাজার ২৫২ জন।
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে, এ পর্যন্ত প্রথম ডোজ নিয়েছেন এক কোটি ৩৪ লাখ ৭ হাজার ১১২ পুরুষ এবং ১ কোটি ৪ লাখ ৬৩ হাজার ২০৫ নারী। দ্বিতীয় ডোজ পেয়েছেন ৯০ লাখ ৮৫ হাজার ১৪৭ পুরুষ এবং ৬৬ লাখ ৯৬ হাজার ১০৫ নারী।
অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড এক কোটি ২৫ লাখ ৩০ হাজার ৮৭০ ডোজ প্রয়োগ হয়েছে। ফাইজার-বায়োএনটেকের টিকা এক লাখ ১৯ হাজার ২৭৭ ডোজ প্রয়োগ হয়েছে। চীনের সিনোফার্মের টিকা দুই কোটি ২০ লাখ ১০ হাজার ৫১৪ ডোজ প্রয়োগ হয়েছে। মডার্নার টিকা ৪৯ লাখ ৯০ হাজার ৯০৮ ডোজ প্রয়োগ হয়েছে।
অধিদপ্তর জানায়, বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত টিকা পেতে নিবন্ধন করেছেন চার কোটি ৩৭ লাখ ২৫ হাজার ৪৩৪ জন।
সাননিউজ/এমআর