নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। তিনি করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন।
বুধবার (২২ সেপ্টেম্বর) থেকে বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সকাল আটটার মধ্যে তার মৃত্যু হয়। এ সময়ে করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যাননি।
রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মৃত নারীর বাড়ি নওগাঁয়। তিনি করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। হাসপাতালে ভর্তির পর করোনা নমুনা সংগ্রহের আগেই তার মৃত্যু হয়।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নতুন ১৬ জন রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে ২৪০ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ১১৩ জন।
পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের পিসিআর মেশিনে ৮১টি নমুনা পরীক্ষায় ৭জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। অন্যদিকে, মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ২৮০ জনের নমুনা পরীক্ষায় তিনজন করোনা শনাক্ত হন। পরীক্ষা বিবেচনায় রাজশাহীতে শনাক্তের হার ৩ দশমিক ৫৭ শতাংশ।
সান নিউজ/এফএইচপি