নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে সর্বমোট চার কোটি ৯৫ লাখ ৮৫ হাজার ৮০ ডোজ করোনা টিকা এসেছে। মোট তিন কোটি ৯০ লাখ ৩১ হাজার ৮৯৬ টিকা প্রয়োগ হয়েছে। এ মুহূর্তে টিকা মজুদ রয়েছে এক কোটি ৫ লাখ ৫৩ হাজার ১৮৪ ডোজ।
বুধবার (২২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবারই টিকা প্রয়োগ হয়েছে ৬ লাখ এক হাজার ২৭৯ ডোজ। এরমধ্যে প্রথম ও দ্বিতীয় ডোজ রয়েছে। এদিকে এ পর্যন্ত প্রথম ডোজ নিয়েছেন দুই কোটি ৩৫ লাখ ১৩ হাজার ৩৬২ জন এবং দ্বিতীয় ডোজ এক কোটি ৫৫ লাখ ১৮ হাজার ৫৩৪ জন।
এগুলো দেওয়া হয়েছে চীনের সিনোফার্ম, অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, মডার্না ও ফাইজার ভ্যাকসিন।
অধিদপ্তর জানায়, বুধবার অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ দেওয়া হয়েছে ২৭ হাজার ৪০৯ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৬১৬ জনকে। ফাইজারের প্রথম ডোজ দেওয়া হয়েছে ৬ হাজার ৬৩০ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৫৭০ জনকে।
এছাড়া সিনোফার্মের টিকা প্রথম ডোজ পেয়েছেন তিন লাখ ৯ হাজার ৩৫৮ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ২ লাখ ৪৫ হাজার ৯৫৯ জন। মডার্নার টিকা প্রথম ডোজ পেয়েছেন ২ হাজার ৪১ জন এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৮ হাজার ৬৯৬ জনকে।
সাননিউজ/এমআর