নিজস্ব প্রতিবেদক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানিয়েছেন, বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে কোভ্যাক্স-এর আওতায় ৭১ লাখ ফাইজার এবং ১৮ লাখ মডার্নার টিকা বরাদ্দ পেয়েছে।
বুধবার (২২ সেপ্টেম্বর) নিজের ফেসবুকে পেইজে তিনি বিষয়টি নিশ্চিত করেন।
প্রতিমন্ত্রী শাহরিয়ার জানান, ফাইজারের ৭১ লাখ ডোজ টিকা যুক্তরাষ্ট্রের অনুদান ও মডার্নার ১৮ লাখ ডোজ টিকা নিয়মিত কোভ্যাক্স সুবিধার আওতায় পাবো। বরাদ্দকৃত এই টিকা চলতি বছরের শেষ নাগাদ বাংলাদেশের জন্য পাঠানো হবে। এই সময়ে আরও ভ্যাকিসন বরাদ্দ পেতে আশাবাদী বলেও উল্লেখ করেন তিনি।
বাংলাদেশের জন্য কোভিড প্রতিষেধক টিকা বরাদ্দ রাখায় যুক্তরাষ্ট্র ও কোভ্যাক্সকে ধন্যবাদ জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
সান নিউজ/এফএইচপি