নিজস্ব প্রতিবেদক:
করোনা পরিস্থিতির কারণে সব সরকারি হাসপাতালের বহির্বিভাগ পুরোদমে চালু করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। এর আগে সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সীমিত পরিসরে চালু রাখার যে আদেশ দেওয়া হয়েছিল তা বাতিল করেছে স্বাস্থ্য অধিদফতর।
শনিবার ( ৩০ মে) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. মো বেলাল হোসেন স্বাক্ষরিত এক আদেশে এ কথা জানানো হয়েছে।
নতুন আদেশে বলা হয়েছে, এখন থেকে আগের মতোই সকাল ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত বহির্বিভাগের চিকিৎসা সেবা চালু থাকবে।
করোনাভাইরাসের কারণে গত ৪ এপ্রিল দেশে সব সরকারি হাসপাতালের বহির্বিভাগ সীমিত পরিসরে চিকিৎসা সেবা প্রদানের জন্য আদেশ জারি করা হয়েছিল। সে আদেশ বাতিল করে এখন থেকে আগের মতো হাসপাতাল এবং কমিউনিটি ক্লিনিকসমূহ যথানিয়মে পরিচালিত হবে।