নিজস্ব প্রতিবেদক:
আবারও প্লাজমা থেরাপি নিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের অন্যতম প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। জানান, প্লাজমা নিয়ে আগের চেয়ে সুস্থ বোধ করছেন তিনি।
আজ (২৯ মে) প্লাজমা থেরাপি নেওয়ার পর তিনি বলেন, এখন অনেক ভালো লাগছে, আগের থেকে অনেক সুস্থ বোধ করছি। আজ একটা এক্স-রে করিয়েছি। শ্বাস নিতে কোনো কষ্ট হচ্ছে না। আরও ১০ দিন আইসোলেশনে থাকতে হবে।
এসময় তিনি বলেন, গত দুই দিন আগে প্রথমবারের মতো প্লাজমা নিয়েছি। আজ দ্বিতীয়বারের মতো নিলাম।
এসময় গণস্বাস্থ্য কেন্দ্র শিগগিরই একটা প্লাজমা সেন্টার গড়ে তুলে মানুষকে মৃত্যুর হাত থেকে রক্ষা করতে চায় বলে জানান গণস্বাস্থ্যের এই প্রতিষ্ঠাতা।