নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম: গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১১২ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে মৃত্যু হয়েছে আরও দুইজনের। একদিনে শনাক্তের হার ৬ দশমিক ৩৮ শতাংশ। এ নিয়ে চট্টগ্রামে করোনায় মৃত্যু বেড়ে ১ হাজার ২৭৯ জনে এবং শনাক্ত ১ লাখ ১ হাজার ১৩১ জনে দাঁড়িয়েছে।
বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
ডা. শেখ ফজলে রাব্বি জানান, চট্টগ্রামের ১২টি ও কক্সবাজারের ১টি ল্যাবে ১ হাজার ৭৫৩ জনের নমুনা পরীক্ষা করে ১১২ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। এর মধ্যে চট্টগ্রাম নগরীর বাসিন্দা ৭৬ জন। বাকিরা বিভিন্ন উপজেলার। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ৬ দশমিক ৩৮ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনায় হয়ে মারা গেছেন দুইজন। দুজনই চট্টগ্রাম নগরীর বাসিন্দা। করোনায় চট্টগ্রামে এ পর্যন্ত মোট ১ হাজার ২৭৯ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৭০৬ জন নগরের বাসিন্দা। আর বিভিন্ন উপজেলায় মারা গেছেন ৫৭৩ জন।
সান নিউজ/এনকে