নিজস্ব প্রতিনিধি, কুষ্টিয়া: গতকাল সময়মতো টিকার গাড়ি না আসায় কুষ্টিয়ার ৮টি কেন্দ্রের টিকাদান কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে। অবশেষে টিকার গাড়ি এসেছে কুষ্টিয়ায়। আজ সকাল ৯টা থেকে একযোগে জেলার ৮টি কেন্দ্রে টিকাদান আবার শুরু হয়েছে। কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. আনোয়ারুল ইসলাম টিকা এসে পৌঁছানোর খবরটি নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন জানিয়েছেন, ঢাকা থেকে গাড়ী ভোর চারটায় এক লাখ টিকা নিয়ে কুষ্টিয়া এসে পৌঁছায়। আবহাওয়া খারাপ থাকা সত্ত্বেও যারা অপেক্ষমাণ ছিলেন কেন্দ্রে আসলে তাদের টিকা দেয়া হবে। তিনি বলেন, এই ১ লাখ টিকা দিয়ে আগামী ১২-১৩ দিন চলবে।
প্রতিদিন কুষ্টিয়ার ৮টি কেন্দ্র থেকে ৮ থেকে ৯ হাজার টিকা দেয়া হয়। কিন্তু গত ১১ সেপ্টেম্বর ১১০ জনকে প্রথম ডোজ দেয়ার পর অ্যাস্ট্রোজেনেকার টিকা শেষ হয়ে যায়। এদিকে সিনোফার্মার টিকা শেষ হয়েছে ১২ সেপ্টেম্বর। ৭৫১ জনকে প্রথম ডোজ ও দ্বিতীয় ডোজ ৪৯৪ জনকে দেয়া হয়েছে।
সান নিউজ/এমএইচ