আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডব চলছেই। এই ভাইরাসের প্রকোপে ইতোমধ্যে (মঙ্গলবার সকাল নয়টা পর্যন্ত) বিভিন্ন দেশে আক্রান্ত হয়েছে ২২ কোটি ৬০ লাখ ৮৪ হাজার ৪৩৮ জন। তাদের মধ্যে ৪৬ লাখ ৫২ হাজার ২৬৮ জনের মৃত্যু হয়েছে।
করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ৪ কোটি ২১ লাখ ৪০ হাজারের বেশি মানুষের। মৃত্যু হয়েছে ৬ লাখ ৮০ হাজার ২৭৩ জনের।
করোনায় হতাহতের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। দেশটিতে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ৩২ লাখ ৮৮ হাজারের বেশি মানুষের। এই মরণঘাতী ভাইরাসে মৃত্যু হয়েছে ৪ লাখ ৪৩ হাজার ২৪৭ জনের।
তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ২ কোটি ১০ লাখ ৬ হাজারের বেশি মানুষের। মৃত্যু হয়েছে ৫ লাখ ৮৭ হাজার ১৩৮ জনের।
সান নিউজ/এমএইচ