নিজস্ব প্রতিনিধি, রাজশাহী: রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেক)র করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া করোনা উপসর্গ নিয়ে ৫ জনের এবং নেগেটিভ হওয়ার পরও অন্য জটিলতায় ২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে রাজশাহীর চারজন, নাটোর, নওগাঁ, পাবনা ও কুষ্টিয়ার একজন করে রোগী মারা গেছেন।
শুক্রবার (১০ সেপ্টেম্বর) সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছেন ২৮ জন। এনিয়ে ২৪০ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ১৫৯ জন।
এর আগের দিন বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে জেলার ৩৯৭টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ৫৩ জনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়। রাজশাহীতে বর্তমানে সংক্রমণের হার ১০ দশমিক ৮৩ শতাংশ।
সান নিউজ/এনকে