স্বাস্থ্য

৩ কোটি ২৭ লক্ষাধিক টিকা প্রয়োগ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে মোট তিন কোটি ২৭ লাখ ২৪ হাজার ৪০১ ডোজ টিকা প্রয়োগ হয়েছে। প্রথম ডোজ নিয়েছেন দুই কোটি ১ লাখ ৪২ হাজার ৮৫৯ জন। এক কোটি ২৫ লাখ ৮১ হাজার ৫৪২ জন নিয়েছেন দ্বিতীয় ডোজ। প্রথম ডোজ নেওয়া এক কোটি ১৪ লাখ ৪৬ হাজার ৪০১ পুরুষ এবং ৮৬ লাখ ৬৬ হাজার ৪৫৮ নারী। দ্বিতীয় ডোজ নেওয়া ৭৩ লাখ ৬১ হাজার ৪৫০ পুরুষ এবং ৫২ লাখ ২০ হাজার ৯২ নারী।

বুধবার (৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড এক কোটি ২০ লাখ ৯৫ হাজার ৯৭৩ ডোজ প্রয়োগ হয়েছে। ফাইজার-বায়োএনটেকের টিকা এক লাখ ৯১১ ডোজ প্রয়োগ হয়েছে। চীনের সিনোফার্মের টিকা এক কোটি ৬২ লাখ ৩৭ হাজার ৮৭ ডোজ প্রয়োগ হয়েছে। মডার্নার টিকা ৪২ লাখ ৯০ হাজার ৭৩০ ডোজ প্রয়োগ হয়েছে।

কোভিশিল্ড নেওয়া ৭৪ লাখ ২৩ হাজার ৬১৫ পুরুষ এবং ৪৬ লাখ ৭২ হাজার ৩৫৮ নারী। এরমধ্যে ৬৭ লাখ ২৩ হাজার ৮৯৯ জন প্রথম ডোজ এবং ৫৩ লাখ ৭২ হাজার ৭৪ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন। প্রথম ডোজ নেওয়া ৪০ লাখ ৭১ হাজার ৭৮৫ পুরুষ এবং ২৬ লাখ ৫২ হাজার ১১৪ নারী। দ্বিতীয় ডোজ নেওয়া ৩৩ লাখ ৫১ হাজার ৮৩০ পুরুষ এবং ২০ লাখ ২০ হাজার ২৪৪ নারী। ঢাকার সাতটি কেন্দ্রে এ পর্যন্ত ফাইজার-বায়োএনটেকের টিকা নেওয়া ৮৬ হাজার ১৬৭ পুরুষ এবং ১৪ হাজার ৭৪৪ নারী।

গত ১৯ জুন থেকে চীনের সিনোফার্মের টিকা প্রয়োগ শুরু হয়েছে। দ্বিতীয় ধাপে গণটিকা কর্মসূচিতে আজ পর্যন্ত এই টিকা নেওয়া ৮৮ লাখ ৩১ হাজার ৩৯১ পুরুষ এবং ৫৭ লাখ ৩৫ হাজার ৭৪৩ নারী। দেশের সিটি করপোরেশনগুলোতে গত ১৩ জুলাই থেকে মডার্নার টিকা প্রয়োগ শুরু হয়েছে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা