নিজস্ব প্রতিবেদক: গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়েরা নিবন্ধনের পরই কোভিড-১৯ টিকা নিতে পারবেন। এ জন্য আর এসএমএসের অপেক্ষা করতে হবে না। তবে এ ক্ষেত্রে সঙ্গে রাখতে হবে শারীরিক অবস্থার চিকিৎসকের পরামর্শপত্র।
রোববার (৫ সেপ্টেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের মাতৃ, নবজাতক ও শিশুস্বাস্থ্য কর্মসূচির পরিচালক মো. শামসুল হক এসব তথ্য জানান।
এ বিষয়ে শামসুল হক বলেন, গর্ভবতীদের টিকা গ্রহণের ক্ষেত্রে আগের নিয়মে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। গর্ভবতীদের টিকার জন্য নিবন্ধন করতে হবে। মুঠোফোনে এসএমএস না পেলেও যে কেন্দ্রে নিবন্ধন করেছেন, সেখানে গেলেই তারা টিকা পাবেন। চিকিৎসকের পরামর্শপত্র সঙ্গে রাখতে হবে। দুগ্ধদানকারী মায়েদের ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য হবে।
এছাড়াও তিনি বলেন, প্রতিবন্ধী ব্যক্তিরা সুবর্ণ কার্ডের মাধম্যে যাতে টিকা নিতে পারেন, সে ব্যবস্থা করা হচ্ছে।
সান নিউজ/এএইচ/এমকেএইচ