স্বাস্থ্য

২ কোটি ৭৬ লক্ষাধিক টিকা প্রয়োগ

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশে এ পর্যন্ত দুই কোটি ৭৬ লাখ ৭ হাজার ৩১৬ ডোজ করোনা টিকা প্রয়োগ হয়েছে। এরমধ্যে ১ কোটি ৯০ লাখ ৮১ হাজার ৭ জন প্রথম ডোজ নিয়েছেন। ৮৫ লাখ ২৬ হাজার ৩০৯ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন। প্রথম ডোজ নেওয়া ১ কোটি ৯ লাখ ৩০ হাজার ৪৫৮ পুরুষ এবং ৮১ লাখ ৫০ হাজার ৫৪৯ নারী। দ্বিতীয় ডোজ নেওয়া ৫১ লাখ ৯৪ হাজার ৭৪৮ পুরুষ এবং ৩৩ লাখ ৩১ হাজার ৫৬১ নারী।

শনিবার (৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড ১ কোটি ১৫ লাখ ৩০ হাজার ২০৩ ডোজ প্রয়োগ হয়েছে। ফাইজার-বায়োএনটেকের ৯৯ হাজার ৯৭৪ ডোজ টিকা প্রয়োগ হয়েছে। চীনের সিনোফার্মের টিকা ১ কোটি ২৪ লাখ ৫৯ হাজার ১ ডোজ প্রয়োগ হয়েছে। মডার্নার টিকা ৩৫ লাখ ১৮ হাজার ১৩৮ ডোজ প্রয়োগ হয়েছে।

অ্যাস্ট্রাজেনেকার নেওয়া ৭১ লাখ ৩৬ হাজার ৫২ পুরুষ এবং ৪৩ লাখ ৯৪ হাজার ১৫১ নারী। এই টিকার প্রথম ডোজ নিয়েছেন ৬১ লাখ ৮১ হাজার ৯৫৫ জন এবং ৫৩ লাখ ৪৮ হাজার ২৪৮ জন দ্বিতীয় ডোজ।

ঢাকার সাত কেন্দ্রে এ পর্যন্ত ফাইজার-বায়োএনটেকের টিকা নেওয়া ৮৫ হাজার ৪৫৭ পুরুষ এবং ১৪ হাজার ৫১৭ নারী। গত ১৯ জুন থেকে চীনের সিনোফার্মের টিকার প্রয়োগ শুরু হয়েছে। দ্বিতীয় ধাপে গণটিকা কর্মসূচিতে এ টিকা নেওয়া ৬৮ লাখ ৩১ হাজার ২৮৮ পুরুষ এবং ৫৬ লাখ ২৭ হাজার ৭১৩ নারী।

এছাড়া দেশের সিটি সিটি কর্পোরেশনগুলোতে ১৩ জুলাই থেকে মডার্নার টিকা দেওয়া শুরু হয়েছে। এ পর্যন্ত এই টিকা নেওয়া ২০ লাখ ৭২ হাজার ৪০৯ পুরুষ এবং ১৪ লাখ ৪৫ হাজার ৭২৯ নারী।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, শনিবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত টিকা পেতে ৩ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ১৮৯ জন নিবন্ধন করেছেন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা