নিজস্ব প্রতিবেদক:
গণস্বাস্থ্য কেন্দ্রের গবেষকদের উদ্ভাবিত করোনাভাইরাস শনাক্তে জিআর র্যাপিড ডট ব্লট কিটের ‘ক্লিনিক্যাল ট্রায়ালের’ জন্য সময় নির্ধারণ করা হলেও তা স্থগিত করা হয়েছে।
গণস্বাস্থ্য কেন্দ্রের অন্যতম ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী জানান, আজ (২৫ মে) ওষুধ প্রশাসন অধিদফতরের অনুরোধে তা স্থগিত করা হয়েছে। ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য আগামীকাল মঙ্গলবার (২৬ মে) সময় নির্ধারণ করা হয়েছিলো।
জাফরুল্লাহ চৌধুরী বলেন, আগামীকাল থেকে ক্লিনিক্যাল ট্রায়ালের প্রস্তুতি ছিল আমাদের। কিন্তু আজ ওষুধ প্রশাসনের অনুরোধে আমরা ট্রায়াল বাতিল করেছি। আজকে একটি চিঠি দিয়ে আমাদের অনুরোধ করেছে তারা। চিঠিতে আমাদেরকে বলা হয়েছে, অনুগ্রহ করে এ পরীক্ষা বন্ধ করতে, আমরা তাদের অনুরোধ রেখেছি।