নিজস্ব প্রতিনিধি, কুষ্টিয়া : কুষ্টিয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে মৃত্যু কমলেও বেড়েছে সংক্রমণ সংখ্যা। গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে করোনা আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এদিকে আক্রান্ত এবং উপসর্গ নিয়ে বৃহস্পতিবার (২৬ আগস্ট) সকাল ৯টা পর্যন্ত ১১১ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে করোনা আক্রান্ত রোগীর সংখ্যাই ৭৪ জন। আর উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন আরও ৩৭ জন।
বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা মো. মেজবাউল আলম।
তিনি জানান, কুষ্টিয়া পিসিআর ল্যাবে গত একদিনে জেলায় ২৭৯টি নমুনা পরীক্ষার বিপরীতে নতুন করে ৫৪ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৯ দশমিক ৩৫ শাতাংশ।
নতুন আক্রান্তের মধ্যে কুষ্টিয়া সদর উপজেলার ৩৪ জন, কুমারখালীর ৫ জন, দৌলতপুরের ৪ জন, ভেড়ামারার ৩ জন, মিরপুরে ৭ জন এবং খোকসার ১ জন রয়েছেন।
সান নিউজ/এনএম