নিজস্ব প্রতিনিধি,ময়মনসিংহ : করোনাভাইরাসের সংক্রমণ ও উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৪ জন করোনায় এবং ৬ জন উপসর্গ নিয়ে মারা যান। মঙ্গলবার (২৪ আগস্ট) সকাল ৮টা থেকে বুধবার (২৫ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে তাদের মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন।
তিনি জানান, করোনায় মারা যাওয়া ৪ জনের সবাই ময়মনসিংহের বাসিন্দা। তারা হলেন- ময়মনসিংহ সদরের আবু আলি (৮৭), ভালুকা উপজেলার আবুল কাসেম (৮০), গফরগাঁওয়ের আমেনা বেগম (৯০) ও ত্রিশালের আব্দুল মোতালেব (৬৫)।
উপসর্গ নিয়ে মারা যাওয়া ৬ জনের মধ্যে ৫ জনই ময়মনসিংহ জেলার। অন্যজন জামালপুরের বাসিন্দা। তারা হলেন- ময়মনসিংহ সদরের নাসরিন আক্তার (৩০), ত্রিশালের মজিদা খাতুন (৭০), ভালুকার সালমা আক্তার (৭০), হালুয়াঘাটের আব্দুর রহমান (৭২), মুক্তাগাছার আনোয়ারা বেগম (৫০) ও জামালপুরের ইন্তাজ আলি (৭৫)।
সান নিউজ/এনএম