স্বাস্থ্য

২ কোটি ৩৭ লাখ টিকা প্রয়োগ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে এখন পর্যন্ত করোনা টিকা প্রয়োগ হয়েছে ২ কোটি ২৪ লাখ ১৩ হাজার ৭৯ ডোজ। ১ কোটি ৬৯ লাখ ৪৮ হাজার ৬২২ জন প্রথম ডোজ নিয়েছেন। ৬৭ লাখ ৫৬ হাজার ২১৫ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন। প্রথম ডোজ নেওয়া ৯৮ লাখ ১৬ হাজার ৫৯৯ পুরুষ এবং ৭১ লাখ ৩২ হাজার ২৩ নারী। দ্বিতীয় ডোজ নেওয়া পুরুষ ৪১ লাখ ৭৪ হাজার ৪৪৪ এবং নারী ২৫ লাখ ৮১ হাজার ৭৭১।

সোমবার (২৩ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি আরও বলা হয়েছে, অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড ১ কোটি ১০ লাখ ৩৭ হাজার ৪৮৭ ডোজ প্রয়োগ হয়েছে। চীনের সিনোফার্মের টিকা ৯৭ লাখ ৩১ হাজার ৩৫২ ডোজ প্রয়োগ হয়েছে। ফাইজার-বায়োএনটেকের ৯৪ হাজার ৮৩০ ডোজ টিকা প্রয়োগ হয়েছে। মডার্নার টিকা ২৮ লাখ ৭১ হাজার ১৬৮ ডোজ প্রয়োগ হয়েছে।

অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়েছেন ৬৮ লাখ ৭৬ হাজার ৭০১ পুরুষ এবং ৪১ লাখ ৫১ হাজার ১৩১ নারী। এই টিকা নিয়েছেন ৫২ লাখ ১১ হাজার ৩৩২ জন দ্বিতীয় ডোজ এবং প্রথম ডোজ নিয়েছেন ৫৮ লাখ ২৬ হাজার ১৫৫ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ৩২ লাখ ৬৩ হাজার ২৫৮ পুরুষ এবং ১৯ লাখ ৪৮ হাজার ৭৪ নারী। প্রথম ডোজ টিকা নেওয়া পুরুষ ৩৬ লাখ ১৩ হাজার ৪৪৩ এবং নারী ২২ লাখ ১২ হাজার ৭১২।

১৯ জুন থেকে চীনের সিনোফার্মের টিকার প্রয়োগ শুরু হয়েছে। দ্বিতীয় ধাপে গণটিকা কর্মসূচিতে এখন পর্যন্ত এ টিকা নেওয়া পুরুষ ৫৩ লাখ ৬৮ হাজার ২২৭ এবং নারী ৪৩ লাখ ৬৩ হাজার ১২৫ জন। এই টিকা প্রথম ডোজ নিয়েছেন ৮৫ লাখ ৬৬ হাজার ৪৪৫ জন এবং ১১ লাখ ৬৪ হাজার ৯০৭ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন। প্রথম ডোজ টিকা নেওয়া ৪৭ লাখ ১ হাজার ৮২৮ পুরুষ এবং ৩৮ লাখ ৬৪ হাজার ৬১৭ নারী। দ্বিতীয় ডোজ নিয়েছেন ৬ লাখ ৬৬ হাজার ৩৯৯ জন পুরুষ এবং নারী ৪ লাখ ৯৮ হাজার ৫০৮ জন।

ঢাকার সাত কেন্দ্রে এ পর্যন্ত ফাইজার-বায়োএনটেকের টিকা নিয়েছেন ৮১ হাজার ১৫৪ পুরুষ এবং ১৩ হাজার ৬৭৬ নারী। এই টিকা গ্রহণকারীদের মধ্যে ৫১ হাজার ৩০৬ জন প্রথম ডোজ এবং ৪৩ হাজার ৫২৪ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন। প্রথম ডোজ টিকা গ্রহণকারী পুরুষ ৪৪ হাজার ১৫১ এবং নারী ৭ হাজার ১৫৫ জন। আর দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারী ৩৭ হাজার ৩ জন পুরুষ এবং নারী ৬ হাজার ৫২১ জন।

এদিকে ১৩ জুলাই থেকে দেশের সিটি কর্পোরেশনগুলোতে মডার্নার টিকা দেয়া শুরু হয়েছে। এ পর্যন্ত এই টিকা গ্রহণকারীদের মধ্যে পুরুষ ১৬ লাখ ৬৪ হাজার ৯৬১ এবং নারী ১১ লাখ ৭৬ হাজার ২০৭ জন। এই টিকা গ্রহণকারীদের মধ্যে ২৫ লাখ ৪ হাজার ৭১৬ জন প্রথম ডোজ এবং ৩ লাখ ৩৬ হাজার ৪৫২ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন। প্রথম ডোজ টিকা গ্রহণকারী পুরুষ ১৪ লাখ ৫৭ হাজার ১৭৭ এবং নারী ১০ লাখ ৪৭ হাজার ৫৩৯ জন। আর দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারী ২ লাখ ৭ হাজার ৭৮৪ জন পুরুষ এবং নারী ১ লাখ ২৮ হাজার ৬৬৮ জন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিয়ানমারের দূতসহ ঢাকায় আসছেন মার্কিন ২ কর্মকর্তা

এপ্রিলের মাঝামাঝি সময়ে ঢাকায় আসছেন মার্কিন প্রশাসন...

জানা গেল ২০২৫ সালের হজ ফ্লাইট শুরুর তারিখ

এবছর পবিত্র হজের প্রথম ফ্লাইট ২৯ এপ্রিল সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে।...

বোরো মৌসুমের ধান-চালের সংগ্রহ মূল্য নির্ধারণ

চলতি ২০২৪-২৫ অর্থবছরের বোরো মৌসুমে ধান, চাল ও গমের সংগ্রহ মূল্য নির্ধারণ করেছ...

গ্রাহকদের উদ্দেশ্যে বার্তা দিল বাটা

গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ...

দিনাজপুরে অংশ নেবে ১ লাখ ৮২ হাজার ৪১০ পরীক্ষার্থী

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অ...

রাজনৈতিক বৈরিতা ঢাকা পড়েছে ভাগ-বাটোয়ারার ছায়ায়!

উপরে রাজনৈতিক বিরোধিতা থাকলেও ভেতরে ভেতরে ‘অ...

ভারতের বিরুদ্ধে ডব্লিউটিওতে অভিযোগ জানাবে বাংলাদেশ

বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে ভারত। এর ফলে বাংলাদেশের র...

চীনা প্রতিষ্ঠানের ১৫০ মিলিয়ন ডলার বিনিয়োগের সমঝোতা স্বাক্ষর

এবার বাংলাদেশে ১৫০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করতে যাচ্ছে চীনভিত্তিক খ্যাত...

'পার্ক ব্যবস্থাপনা প্রাণিবান্ধব ও দর্শনার্থীবান্ধব করতে হবে'

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, পার্ক ব্যবস্থাপনাটা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা