নিজস্ব প্রতিবেদক: করোনা মহামারির মত রাজধানীসহ সারা দেশে ডেঙ্গুর বিস্তার প্রতিরোধকল্পে দ্রুততম সময়ে সঠিক চিকিৎসা প্রাপ্তির লক্ষ্যে ডেঙ্গু ডেডিকেটেড ৬টি হাসপাতালের তালিকা প্রকাশ করা হয়েছে।
সোমবার (২৩ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস শাখার পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এই ঘোষণা দেয়া হয়েছে।
ডেডিকেটেড ছয়টি হাসপাতাল হলো- রাজধানীর মিটফোর্ডের স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল, গাজীপুরের টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল, কমলাপুরের রেলওয়ে জেনারেল হাসপাতাল, আমিনবাজারের ২০ শয্যাবিশিষ্ট হাসপাতাল, মিরপুরের লালকুঠি হাসপাতাল, কামরাঙ্গীচরের ৩১ শয্যাবিশিষ্ট হাসপাতাল।
সাননিউজ/জেআই