নিজস্ব প্রতিনিধি, কুষ্টিয়া : করোনাভাইরাসের সংক্রমণ ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়া হাসপাতালে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ২ জন করোনায় ও ৪ জন উপসর্গ নিয়ে মারা গেছেন।
রোববার (২২ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের তত্বাবধায়ক ডা. আব্দুল মোমেন।
তিনি জানান, বর্তমানে হাসপাতালে ১০৬ জন করোনায় আক্রান্ত রোগী ও ৩৪ জন উপসর্গ নিয়ে মোট ১৪০ জন ভর্তি আছেন।
পিসিআর ল্যাব ও জেলা সিভিল সার্জন অফিসের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় জেলায় ২১৬ জনের নমুনা পরীক্ষা করে ৪২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৯.৪৪ শতাংশ।
সান নিউজ/এনএম