চট্টগ্রাম প্রতিনিধি: করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে নতুন করে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু হয়েছে। এ সময় ৩৩২ জন করোনা শনাক্ত হয়েছেন।
শনিবার (২১ আগস্ট) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, চট্টগ্রামের ১০টি ও কক্সবাজারের একটি ল্যাবে ২ হাজার ৬০৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ৩৩২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে ২০৮ জন চট্টগ্রাম নগরের। বাকিরা বিভিন্ন উপজেলার। এগুলো হলো- লোহাগড়ায় ১, সাতকানিয়ায় ১, বাঁশখালীতে ৪, আনোয়ারায় ৫, পটিয়ায় ৯, বোয়ালখালীতে ১৩, রাঙ্গুনিয়ায় ২, রাউজানে ২৮, ফটিকছড়িতে ৯, হাটহাজারীতে ৩১, সীতাকুণ্ডে ১৬ ও মিরসরাইয়ে ৫ জন করোনা আক্রান্ত হয়েছেন।
চট্টগ্রামে মোট ৯৬ হাজার ৮৩৫ জন করোনা আক্রান্ত হয়েছে। এরমধ্যে নগরেরই ৭০ হাজার ৮৫১ জন। বাকিরা বিভিন্ন উপজেলার।
সাননিউজ/এমআর