নিজস্ব প্রতিবেদক: দেশে এখন পর্যন্ত টিকা এসেছে ২ কোটি ৯৯ লাখ ৪৩ হাজার ৭২০ ডোজ। এখন পর্যন্ত দেয়া হয়েছে ২ কোটি ৮ লাখ ৮৯ হাজার ৯২৮ ডোজ টিকা। এর মধ্যে প্রথম ডোজ দেয়া হয়েছে ১ কোটি ৫৪ লাখ ৬১ হাজার ৫৮৩ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ৫৪ লাখ ২৮ হাজার ৩৪৫ জন। এগুলো দেয়া হয়েছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, ফাইজার এবং মডার্নার ভ্যাকসিন।
শনিবার (১৪ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।
স্বাস্থ্য অধিদফতরের দেয়া তথ্যমতে, শনিবার অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ কেউ পাননি এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৭৪ হাজার ৩৯৭ জন। এখন পর্যন্ত অ্যাস্ট্রাজেনেকা দেওয়া হয়েছে ১ কোটি ৭ লাখ ৭৮ হাজার ৬১৫ ডোজ।
পাশাপাশি আজ ফাইজারের প্রথম ডোজ কাউকে দেয়া হয়নি এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন দুই হাজার ৮৬৩ জন। আর এখন পর্যন্ত দেয়া হয়েছে ৮৯ হাজার ২৯৯ ডোজ।
এছাড়া ৭৫ লাখ ১৯ হাজার ৫৪৪ ডোজ সিনোফার্মের ভ্যাকসিন দেয়া হয়েছে এখন পর্যন্ত। এর মধ্যে আজ প্রথম ডোজ নিয়েছেন ৯৬ হাজার ৪৭৪ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৯৬ হাজার ৩৭৫ জন।
মডার্নার টিকা এখন পর্যন্ত দেওয়া হয়েছে ২৫ লাখ ২ হাজার ৪৭০ ডোজ। এর মধ্যে আজ প্রথম ডোজ দেয়া হয়েছে ৫৩ হাজার ৪৪০ জনকে এবং দ্বিতীয় ডোজ দেয়া হয়েছে ৩০ হাজার ৩৯৯ জনকে।
এদিকে এখন পর্যন্ত নিবন্ধন করেছেন ৩ কোটি ১৮ লাখ ২৮ হাজার ৪৯২ জন।
সান নিউজ/এফএআর