নিজস্ব প্রতিবেদক: এখন পর্যন্ত চীনের সিনোফার্মের তৈরি ১ কোটি ১৫ লাখ ডোজ করোনা টিকা বাংলাদেশে এসেছে। এরমধ্যে ১১ লাখ ডোজ টিকা বাংলাদেশকে উপহার দিয়েছে চীন সরকার। কোভ্যাক্সের আওতায় এসেছে ৩৪ লাখ ডোজ। ক্রয়চুক্তির আওতায় এসেছে বাকি ৭০ লাখ ডোজ।
সর্বশেষ বুধবার (১১ আগস্ট) রাতে দেশে আসে ১৭ লাখ ৭০ হাজার ডোজ সিনোফার্মের টিকা। মঙ্গলবার (১০ আগস্ট) রাতে আরও ১৭ লাখ ডোজ চীন থেকে দেশে আসে।
গত ১২ মে প্রথমবারের মতো উপহার হিসেবে সিনোফার্মের ৫ লাখ ডোজ টিকা বাংলাদেশে পাঠায় চীন সরকার। এরপর ১৩ জুন আসে উপহারের আরও ৬ লাখ ডোজ টিকা।
গত ১২ জুন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, সিনোফার্মের টিকা কিনতে চীনের সঙ্গে ক্রয় চুক্তি সম্পন্ন হয়েছে। দেশে গত ২৯ এপ্রিল সিনোফার্মের ভ্যাকসিনের জরুরি ব্যবহারের অনুমোদন দেওয়া হয়। ভারত সেরাম ইনস্টিটিউটের উৎপাদিত কোভিশিল্ড ভ্যাকসিন রফতানি স্থগিত করলে এই সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। এরপর ২৯ মে অর্থনৈতিক বিষয়ক কমিটির সভায় সিনোফার্মের কাছ থেকে ভ্যাকসিন কেনার সিদ্ধান্ত হয়।
গত ২ জুলাই দিবাগত রাত সাড়ে ১২টায় ক্রয়চুক্তির আওতায় টিকার প্রথম চালান দেশে এসে আসে। ওইদিন ১১ লাখ ডোজ টিকা আসে। এরপর ৩ জুলাই ভোরে আসে আরও ৯ লাখ ডোজ। পরে একে একে ১৭ জুলাই ১০ লাখ ডোজ, ১৮ জুলাই ১০ লাখ ডোজ , ২৯ জুলাই ৩০ লাখ ডোজ টিকা আসে। আর গত দুই দিন ১০ এবং ১১ আগস্ট দেশে আসে মোট ৩৪ লাখ ডোজ সিনোফার্ম।
বাংলাদেশ চীনের সঙ্গে সিনোফার্মের দেড় কোটি ডোজ টিকা কেনার চুক্তি করেছে। এ টিকার ৭০ লাখ ডোজ এরই মধ্যে দিয়েছে চীন। সিনোফার্মের আরও ছয় কোটি ডোজ কেনার বিষয়ে চুক্তি করতে যাচ্ছে সরকার।
সাননিউজ/এমআর