নিজস্ব প্রতিবেদক: মহামারি করোনার প্রতিশেধক হিসেবে এই বছর ডিসেম্বরের মধ্য দেশের ৮০ ভাগ লোককে টিকার আওতায় নিয়ে আসা হবে। জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
তিনি বলেছেন, পর্যায়ক্রমে দেশের সব নাগরিককে টিকার আওতায় আনা হবে। শিক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেয়া হবে। যাতে জানুয়ারির মধ্যে সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া যায়। সরকার সে লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
বুধবার (১১ আগস্ট) নওগাঁর নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী বলনে, শুরুতে একটি রাজনীতিক মহল টিকা নিয়ে অপপ্রচার চালিয়েছিল। এখন তারা অনেকেই টিকা নিচ্ছেন। টিকা নিয়ে হতাশার কোনো কারণ নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার্বক্ষণিক দেশের মানুষের জন্য কাজ করছেন।
তিনি আরও বলেন, ভ্যাকসিন নেয়ার পরও মাস্ক পরা এবং স্বাস্থ্যবিধি মেনে চলা জরুরি। মাস্ক না পরলে করোনার সংক্রমণ ঠেকানো সম্ভব হবে না।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজলো নির্বাহী কর্মকর্তা জয়া মারীয়া পেরেরা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মুহাম্মদ তোফাজ্জল হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সেলিম উদ্দিন, ভাইস চেয়ারম্যান আইয়ুব হোসাইন মণ্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বাহাদুরপুর ইউনিয়ন চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সমাজসেবা কর্মকর্তা আরিফুজ্জামানসহ উপজেলার গণ্যমান্য ব্যক্তিরা।
সাননিউজ/ জেআই