নিজস্ব প্রতিনিধি, কুষ্টিয়া : করোনাভাইরাসের সংক্রমণ ও উপসর্গ নিয়ে কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ২ জন করোনায় ও ১ জন উপসর্গ নিয়ে মারা গেছে। মঙ্গলবার (১০ আগস্ট) সকাল ৮টা থেকে বুধবার (১১ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে তারা মারা যান।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুল মোমেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বর্তমানে হাসপাতালে ১৫৯ জন করোনায় আক্রান্ত রোগী ও ৩২ জন উপসর্গ নিয়ে মোট ১৯১ জন ভর্তি রয়েছেন। গত দেড় মাসের মধ্যে কুষ্টিয়াতে আজকেই সর্বনিম্ন ৩ জনের মৃত্যু হলো।
সান নিউজ/এনএম