নিজস্ব প্রতিবেদক: আগামী শনিবার (১৪ আগস্ট) থেকে সিনোফার্মার টিকার দ্বিতীয় ডোজ টিকা দেয়া শুরু হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
মঙ্গলবার (১০ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
দেশে এখন পর্যন্ত প্রায় ১ কোটি ৪৪ লাখ ৫০ হাজার মানুষকে করোনার টিকার প্রথম ডোজ দেয়া হয়েছে। আর দুই ডোজ টিকা পেয়েছেন প্রায় ৪৭ লাখ ৩৩ হাজার জন।
কিছুদিন ধরে দেশজুড়ে করোনার টিকার প্রথম ডোজ হিসেবে যুক্তরাষ্ট্রের তৈরি মডার্না ও চীনে তৈরি সিনোফার্মার টিকা দেয়া হচ্ছিল। সংরক্ষণ সহজ হওয়ায় সিনোফার্মার টিকা দেওয়া হয় উপজেলা পর্যায়ে।
স্বাস্থ্য অধিদপ্তর এক নির্দেশনায় জানিয়েছে, আগামী শনিবার সারাদেশে সিনোফার্ম টিকার দ্বিতীয় ডোজ দেয়া শুরু করতে হবে।
সান নিউজ/এফএআর