সাননিউজ ডেস্ক: চট্টগ্রাম জেলার সব টিকাকেন্দ্রে রোববার (৭ আগস্ট) আস্ট্রাজেনেকার (কোভিশিল্ড) দ্বিতীয় ডোজের টিকাদান একযোগে শুরু হচ্ছে। তবে এসএমএস পাওয়ার পর মিলবে টিকা। যারা আগে এসএমএস পেয়েছেন তাদের এসএমএস দেওয়া হবে না এবং তাদের টিকাকেন্দ্রে যেতে হবে শুরুর দুইতিন দিন পর।
প্রথম ডোজ কোভিশিল্ড টিকা পাওয়ার পর দ্বিতীয় ডোজ না পাওয়া অনেকেই আছেন অপেক্ষায়। টিকার জন্য এ অপেক্ষা চলছিল দীর্ঘদিন ধরে। অবশেষে সেই অপেক্ষার পালা শেষ হচ্ছে।
শনিবার চট্টগ্রামের সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি জানান, রোববার থেকে সকল টিকাকেন্দ্রে একযোগে আস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ প্রতিদিন সকাল থেকে নির্ধারিত সময় পর্যন্ত প্রদান করা হবে। তবে নগরীর জেনারেল হাসপাতালে দেওয়া হবে প্রতিদিন দুপুর ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত। হাসপাতালে বেশি কক্ষ না থাকার কারণে এই সিদ্ধান্ত এবং এ কেন্দ্রে ১৪ হাজার ৪০০ জন দ্বিতীয় ডোজের টিকার অপেক্ষায় আছেন বলে জানান তিনি।
তিনি বলেন, সবার কাছে এমএমএস যাবে। নির্দিষ্ট কেন্দ্রে এসএমএসসহ যোগাযোগ করতে হবে। পূর্বে যারা এসএমএস পেয়েছেন তাদের এ মুহূর্তে এসএমএস দেওয়া সম্ভব হবে না। তবে তারা টিকা পাবেন। তাদের অনুরোধ করব শুরুর দু’তিনদিন পর নির্দিষ্ট টিকাকেন্দ্রে আসতে। এ মুহূর্তে যারা এমএসএস পাচ্ছেন শুধুমাত্র তারাই আসবেন। টিকার যথেষ্ট মজুদ রয়েছে। যত মানুষ বাকি ছিল তার চেয়ে বেশি টিকা আসছে। কাজেই অপেক্ষমান সকলেই টিকা পাবেন। এ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই।
সাননিউজ/এমআর