নিজস্ব প্রতিবেদক : সরকারের পূর্ব ঘোষণা অনুযায়ী সারাদেশে শুরু হয়েছে গণটিকা কার্যক্রম। এরই ধারাবাহিকতায় শনিবার (৭ আগস্ট) সকাল ৯টায় বনানী বিদ্যানিকেতনে শুরু গণটিকাদান।
এদিন বনানী বিদ্যানিকেতন স্কুলে বরাদ্দ ছিলো ৪৫০ জনের টিকা। সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত কার্যক্রম চলার কথা থাকলেও তা শেষ হয়েছে বেলা ১১ টায়।
মূলত বরাদ্দের চেয়ে কয়েকগুন বেশি মানুষের উপস্থিতি থাকায় ১১ টার আগেই টিকা শেষ হয়ে যায়। ফলে টিকা নিতে আসা অনেকেই বাড়ি ফিরেছেন টিকা না নিয়ে।
হাজেরা বেগম থাকেন বনানী এলাকায়। সকাল ১০ টা থেকে লাইনে দাঁড়িয়েও টিকা নিতে পারেননি তিনি। কেন্দ্রে ঢুকার আগেই তাকে নিয়ে দেওয়া হয় আজকের টিকা দেওয়া যাবে না। টিকা শেষ। ফলে খালি হাতেই ফিরতে হয়েছে হাজেরা বেগমকে।
এ বিষয়ে স্থানীয় কাউন্সিল মফিজুর রহমান বলেন, আমাদের একদিনে বরাদ্ধ ৪৫০ জনের টিকা। কিন্তু সাধারণ মানুষের উপস্থিত বেশি থাকায় টিকা ১১ টায় শেষ হয়ে গেছে। আমরা আগামীকাল থেকে আরও বেশি বরাদ্দের চেষ্টা করবো। যাতে সবাই টিকা নিতে পারে।
সান নিউজ/ এমএইচআর