নিজস্ব প্রতিবেদক : আগস্ট মাসের প্রথম ছয়দিনেই ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে এক হাজার ৪৫৭ জন। গতকাল শনাক্ত হয়েছে ২১৪ জন। এরমধ্যে ২১১ জনই ঢাকায় শনাক্ত হয়েছে।
শুক্রবার (৬ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতর জানায়, সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে এক হাজার ১০ জন রোগী ভর্তি রয়েছেন। এরমধ্যে ঢাকা বিভাগেই রয়েছেন ৯৭২ জন এবং ৩৮ জন অন্য বিভাগে।
এ বছরের ১ জানুয়ারি থেকে ৬ আগস্ট পর্যন্ত ৪ হাজার ১১৫ জন রোগী ভর্তি হয়েছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ হাজার ৯৫ জন।
সান নিউজ/ এমএইচআর