চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে নতুন করে ২৪ ঘণ্টায় আটজন মারা গেছেন। এ সময় ৯২৮ জনের করোনা শনাক্ত করা হয়েছে। শনাক্তের হার ৩৪.০৬ শতাংশ।
জেলা সিভিল সার্জন কার্যালয় শনিবার (৭ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, চট্টগ্রামের ১০টি ও কক্সবাজারের একটিক ল্যাবে ২ হাজার ৭২৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ৯২৮ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তদের মধ্যে চট্টগ্রাম নগরীতে ৫৬৩ এবয় বিভিন্ন উপজেলার ৩৬৫ জন রয়েছেন।
উপজেলায় করোনা আক্রান্তদের মধ্যে- হাটহাজারীর ৯৯ জন, রাউজানের ৬৮ জন, বোয়ালখালীর ৬০ জন, লোহাগাড়ার দুজন, সাতকানিয়ার ছয়জন, বাঁশখালীর ১০ জন, আনোয়ারার সাতজন, চন্দনাইশের পাঁচজন, পটিয়ার ৩৩ জন, রাঙ্গুনিয়ার দুইজন, মিরসরাইয়ের চার জন, ফটিকছড়ির ৩৮ জন, , সীতাকুণ্ডের ৩০ জন ও সন্দ্বীপের একজন রয়েছেন।
চট্টগ্রামে মোট ৮৯ হাজার ৫৮৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মোট শনাক্তদের মধ্যে ৬৬ হাজার ৩৭৫ জন চট্টগ্রাম নগরীর এবং বিভিন্ন উপজেলার ২৩ হাজার ২১৩ জন।
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনায় মৃত আট জনের মধ্যে তিন জন নগরের বাসিন্দা, বাকি পাঁচ জন নগরের বাইরের বাসিন্দা। চট্টগ্রামে এ পর্যন্ত মোট এক হাজার ৪৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৬১১ জন নগরের, আর বিভিন্ন উপজেলায় মারা গেছেন ৪৩৩ জন।
সাননিউজ/এমআর