নিজস্ব প্রতিনিধি, বরিশাল : করোনাভাইরাসের সংক্রমণ ও উপসর্গ নিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের করোনা ওয়ার্ডে ১৪ জনের মৃত্যু হয়েছে। সোমবার (২ আগস্ট) সকাল ৮টা থেকে মঙ্গলবার (৩ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে তাদের মৃত্যু হয়।
গত ২৪ ঘণ্টায় হাসপাতালটিতে উপসর্গ নিয়ে করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছে ৫৬ রোগী। মঙ্গলবার সকাল পর্যন্ত করোনা ওয়ার্ডে মোট চিকিৎসাধীন ৩২৭ রোগীর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ১২৩ জনের। বাকীরা উপসর্গ নিয়ে আইসোলেশনে আছেন।
এদিকে মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে প্রকাশিত সোমবার রাতের সবশেষ রিপোর্টে ১৯০ জনের নমুনা পরীক্ষায় ৮২ জনের করোনা পজিটিভ হয়েছে। শনাক্তের হার ৪৩.১৫ ভাগ।
সান নিউজ/এনএম