নিজস্ব প্রতিবেদক:
বেসরকারি হাসপাতাল রোগীদের ফিরিয়ে দিলে প্রয়োজনে লাইসেন্স বাতিলের মতো পদক্ষেপ নেবে বলে হুঁশিয়ারি দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
যদিও সরকারি হাসপাতালগুলোর বিষয়ে এমন সিদ্ধান্ত নেওয়া হয়নি। অথচ সরকারি হাসপাতালগুলোতে রোগীর ফেরত ও ভোগান্তির ঘটনা বেশি ঘটছে বলে গণমাধ্যমে সংবাদ প্রচার হচ্ছে।
মঙ্গলবার (১২ মে) জারি করা এক নির্দেশনায় এমন বার্তা দেয়া হয়।
নির্দেশনায় বলা হয়, সব বেসরকারি হাসপাতাল বা ক্লিনিকে সন্দেহভাজন করোনা রোগীদের জন্য চিকিৎসার আলাদা ব্যবস্থা থাকতে হবে। চিকিৎসা সুবিধা থাকা সত্ত্বেও কোন রোগীকে ফেরত দেয়া যাবে না।
রেফার করতে হলে স্বাস্থ্য অধিদপ্তরের কোভিড হাসপাতাল নিয়ন্ত্রণ কক্ষের সাথে যোগাযোগ করে তা করতে হবে।
এছাড়াও বলা হয়েছে, দীর্ঘদিন ধরে যেসব রোগী কিডনি ডায়ালিসিসসহ বিভিন্ন চিকিৎসা গ্রহণ করছেন তাদের চিকিৎসা অব্যাহত রাখতে হবে।
নির্দেশনার ব্যত্যয় ঘটলে, প্রচলিত বিধান অনুযায়ী হাসপাতালের লাইসেন্স বাতিলসহ প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে বলেও সতর্ক করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
সান নিউজ/ আরএইচ