নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম : সারাদেশের ন্যায় চট্টগ্রামেও করোনা সংক্রমণ বেড়ে চলেছে। এখন পর্যন্ত জেলাটিতে ৮২ হাজার ৮৮৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে সংক্রমিত হয়ে ১১ জন মারা গেছেন। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৯২৭ জন।
রোববার (১ আগস্ট) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৩ হাজার ১৯৩ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৯২৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্ত ব্যক্তিদের মধ্যে নগরের ৫৩২ জন। নগরের বাইরের বিভিন্ন উপজেলার ৩৯৫ জন। ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের ছয়জন শহরের ও অপর পাঁচজন উপজেলার বাসিন্দা।
উল্লেখ্য, করোনায় চট্টগ্রামে মারা গেছেন মোট ৯৭৩ জন।
সান নিউজ/এমবি/এনএম