আন্তর্জাতিক ডেস্ক:
প্রাণঘাতী করোনার টিকা আবিষ্কারের জন্য সারাবিশ্বের চিকিৎসা বিজ্ঞানীরা রাত-দিন এক করে কাজ চালিয়ে যাচ্ছেন।
করোনা টিকা আবিষ্কারের বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লিউএইচও) প্রধান টেডরস আদহানম বলেছেন, অন্তত আটজন প্রার্থী করোনার টিকা আবিষ্কারের পথে এগিয়ে আছে।
জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদকে এক ভিডিও বার্তায় তিনি জানিয়েছেন, আরো দুই মাস আগে ধারণা ছিল ১২ থেকে ১৮ মাস সময় লাগবে করোনার টিকা আবিষ্কার করতে।
কিন্তু বর্তমানে তার মনে হচ্ছে, শিগগিরই টিকা চলে আসবে। আর এজন্য ছয় দশমিক চার বিলিয়ন পাউন্ড খরচের জন্য দিয়েছেন ৪০ দেশের নেতারা। এই অর্থ ব্যয় করা হবে করোনার টিকা আবিষ্কারের জন্য গবেষণার কাজে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধানের দাবি, এই অর্থ করোনার টিকা আবিষ্কারের জন্য যথেষ্ট নয়। টিকা আবিষ্কার এবং তা সরবরাহের জন্য আরো বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন।
ডা. টেডরস বলেন, অন্তত সাত থেকে আটজন শীর্ষ প্রার্থী রয়েছে। যারা করোনার টিকা আবিষ্কারের দৌড়ে অনেকটা এগিয়ে আছে। যাদের অপেক্ষাকৃত ভালো ফল আসছে, নির্দিষ্ট করে গুটিকয়েকের দিকে আমরা নজর রাখছি।
তবে শীর্ষ প্রার্থীদের ব্যাপারে নির্দিষ্ট করে কোনো তথ্য দেননি তিনি। সূত্র : আইটিভি
সান নিউজ/ আরএইচ