নিজস্ব প্রতিনিধি : করোনা সংক্রমণের সংখ্যা বেড়েছে চট্টগ্রামে। গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত হয়েছেন এক হাজার ৩১৫ জন, যা এ পর্যন্ত সর্বোচ্চ। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৭ জন।
বৃহস্পতিবার (২৯ জুলাই) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
জেলা সিভিল সার্জন বলেন, চট্টগ্রামের ১০টি ও কক্সবাজারের একটি ল্যাবে তিন হাজার ৫১৫ জনের নমুনা পরীক্ষায় এক হাজার ৩১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্ত ব্যক্তিদের মধ্যে চট্টগ্রাম নগরের ৮৫৮ জন এবং বিভিন্ন উপজেলার ৪৫৭ জন রয়েছেন।
চট্টগ্রামে এ পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৭৯ হাজার ৭৫১ জন। মোট শনাক্তদের মধ্যে চট্টগ্রাম নগরীর ৫৯ হাজার ৮২২ জন। আর জেলার বিভিন্ন উপজেলার ১৯ হাজার ৯২৯ জন রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনায় মৃত ১৭ জনের মধ্যে আট জন নগরের বাসিন্দা, বাকি ৯ জন নগরের বাইরের বাসিন্দা। করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রামে এ পর্যন্ত মোট ৯৪৯ জনের মৃত্যু হয়েছে।
সান নিউজ/ এমএইচআর