নিজস্ব প্রতিনিধি: সরকার করোনা পরিস্থিতি মোকাবেলায় জরুরিভাবে আরও ২ হাজার চিকিৎসক নিয়োগ দিতে যাচ্ছে। চলমান ৪২তম বিশেষ বিসিএসের মাধ্যমে নবম গ্রেডে সহকারী সার্জন হিসেবে এসব চিকিৎসক নিয়োগ পাবেন।
মঙ্গলবার (২৭ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের প্রজ্ঞাপনে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দিতে নতুন এই পদ তৈরির সিদ্ধান্ত জানানো হয়।
মহামারী মোকাবেলায় স্বাস্থ্য ক্যাডারে ২ হাজার সহকারী সার্জন নিয়োগ দিতে ৪২তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি হয়েছিল। সেখানে এখন ৪ হাজার নিয়োগ হবে।
সোমবার (২৬ জুলাই) মন্ত্রিপরিষদের বৈঠক শেষে ৪ হাজার চিকিৎসক এবং ৪ হাজার নার্স নিয়োগ দেওয়ার কথা জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আগে।
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন স্বাস্থ্য ক্যাডারে ২ হাজার সহকারী সার্জন নিয়োগ দিতে গত বছরের নভেম্বরে ৪২তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি দিয়েছিল। পরে গত ২৬ ফেব্রুয়ারি এতে অংশ নিতে করোনার মধ্যে প্রথম কোনো বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় বসেছিল ২৭ হাজার ৫৭৩ জন সরকারি চাকরিপ্রত্যাশী। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ৬ হাজার ২২ জন। এদের মধ্য থেকে এখন ৪ হাজার জন সরকারি নিয়োগ পাবেন।
সাননিউজ/এমআর