চট্টগ্রাম ব্যুরো :
চট্টগ্রামে একদিনে ১৫ জন করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। যা এ যাবত সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। শনাক্ত হয়েছে আরও ৯২৫ জন।
মঙ্গলবার (২০ জুলাই) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য জানান। তিনি বলেন, চট্টগ্রামের ১১ ল্যাব ও কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে গত ২৪ ঘন্টায় ২ হাজার ৫৩৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৯২৫ জন করোনাভাইরাসে সংক্রমিত শনাক্ত হয়েছেন।
শনাক্তদের মধ্যে ৫৫৩ জন নগরের ও ৩৭২ জন উপজেলার বাসিন্দা। এ নিয়ে চট্টগ্রামে মোট ৭২ হাজার ৫৯২ জনের করোনা শনাক্ত হয়েছেন। এর মধ্যে ৫৫ হাজার ৮২ জন নগরের ও ১৭ হাজার ৫১০ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা।
এছাড়া গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে করোনায় ১৫ জনের মৃত্যু ঘটেছে। এর মধ্যে ৫ জন নগরের ও ১০ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা। যা এ যাবত একদিনে মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড। এ নিয়ে চট্টগ্রামে মোট ৮৫৬ জন করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৫২৬ জন নগরের ও ৩৩০ জন উপজেলার বাসিন্দা।
সান নিউজ/আইকে