নিজস্ব প্রতিনিধি, কুষ্টিয়া : করোনাভাইরাসের সংক্রমণ ও উপসর্গ নিয়ে কুষ্টিয়ার করোনা ডেডিকেটেড হাসপাতালে প্রাণ হারিয়েছেন আরও ১৪ জন। রোববার (১৮ জুলাই) সকাল ৮টা থেকে সোমবার (১৯ জুলাই) সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে তাদের মৃত্যু হয়। মৃতদের মধ্যে করোনায় ১১ জন এবং তিনজন উপসর্গ নিয়ে মারা গেছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এম এ মোমেন।
জানা গেছে, ২০০ শয্যার করোনা ইউনিটে সোমবার সকাল ১০টা পর্যন্ত রোগী ভর্তি রয়েছেন ২৫৩ জন। এর মধ্যে করোনা নিয়ে এ পর্যন্ত ভর্তি রয়েছেন ১৮৩ জন এবং ৭০ জন উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন।
সান নিউজ/এনএম