চট্টগ্রাম ব্যুরো :
চট্টগ্রামে করোনা আক্রান্ত শনাক্ত ও মৃত্যুর সংখ্যা কমেছে। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন ৬০০ জন। মারা গেছে ৫ জন। করোনা শনাক্তের হার ৩০.৬ শতাংশ।
শনিবার (১৭ জুলাই) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনের তথ্যমতে, চট্টগ্রামের ৯টি ও কক্সবাজারের একটি ল্যাবে এক হাজার ৯৫৭ জনের নমুনা পরীক্ষা করে ৬০০ জনের করোনা শনাক্ত হয়। শনাক্ত ব্যক্তিরা চট্টগ্রাম নগরের ৪৪৭ জন এবং বিভিন্ন উপজেলার ১৫৩ জন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া ৫ জনের মধ্যে ৩ জন নগরের, বাকি ২ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা। এ নিয়ে চট্টগ্রামে করোনায় ৮২৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৫১৫ জন চট্টগ্রাম নগরের। বিভিন্ন উপজেলার ৩০৯ জন।
আর এ পর্যন্ত চট্টগ্রামে করোনায় মোট আক্রান্ত শনাক্ত হয়েছেন ৬৯ হাজার ৯৫৭ জন। শনাক্তদের মধ্যে চট্টগ্রাম নগরীর ৫৩ হাজার ৩২২ জন। বিভিন্ন উপজেলার ১৬ হাজার ৬৩৫ জন।
এর আগে শুক্রবার (১৬ জুলাই) চট্টগ্রামে করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছিলেন ৮০২ জন। মারা গিয়েছিলেন ৯ জন। বৃহ¯পতিবার (১৫ জুলাই) আক্রান্ত হয়েছেন ৭৬৮ জন। মারা গেছেন ১০ জন। সে তুলনায় চট্টগ্রামে একদিনে আক্রান্ত শনাক্ত ও মৃত্যু কমে এসেছে। কমেছে শনাক্তের হারও।
সান নিউজ/আইকে