সান নিউজ ডেস্ক: বর্ষায় পরিবেশ স্যাঁতসেঁতে থাকে। যার ফলে ব্যাকটেরিয়া বা ভাইরাস সক্রিয় হয়। তাই বর্ষাকালে জ্বর, সর্দি-কাশির প্রকোপ বেড়ে যায় কয়েকগুণ। প্রাকৃতিক অনেক ভেষজ আছে যারা ফ্লু এর বিরুদ্ধে বেশ কর্যকরী। এমনই এক ভেষজ হচ্ছে পেঁয়াজ।
আমাদের দেশে কম-বেশি সব রান্নাঘরেই পেঁয়াজ থাকে। বিভিন্ন রান্নার স্বাদ কয়েক গুণ বৃদ্ধি করার পাশাপাশি পেঁয়াজের রয়েছে বেশ কিছু স্বাস্থ্যগত গুণও। নানা ধরণের অসুস্থতার বিরুদ্ধে লড়তে পেঁয়াজের গুরুত্ব অপরিসীম।
পেঁয়াজের এক অদ্ভুত ও বেশ কার্যকরী চিকিৎসা হচ্ছে ঘুমানোর সময় বা বসে থাকলে মোজার মধ্যে এক টুকরা পেঁয়াজ রেখে দেয়া। শুনতে অদ্ভুত লাগলেও লস এঞ্জেলেসের হোমিওপ্যাথিক চিকিৎসক লরেন ফেডার এ চিকিৎসার বিভিন্ন উপকারিতা সম্পর্কে জানিয়েছেন। তিনি বলেন, মোজাতে পেঁয়াজ রেখে রাতে ঘুমালে রক্তের সংক্রমণ, সর্দি, দাঁত ব্যথা, কান ব্যথা ইত্যাদি কমানো যায়।
গবেষণায় দেখা গেছে মোজায় পেঁয়াজ রেখে ঘুমালে তা শরীরের ক্ষতিকারক ব্যাকটেরিয়া ধ্বংস করে। আমাদের পায়ে রয়েছে ৭০০০টিরও বেশি স্নায়ু। এই স্নায়ুগুলো পুরা শরীরে সাথে সংযুক্ত। তাই মোজায় পেঁয়াজ রাখলে মিলবে নানান শারীরিক সমস্যা থেকে মুক্তি।
বহুকাল আগে থেকেই চীনে চলছে এই চিকিৎসা যা সারা বিশ্বে এখন বেশ জনপ্রিয়। তাই চেষ্টা করেই দেখতে পারেন এই অনন্য চিকিৎসা পদ্ধতি।
সান নিউজ/এমএম