স্বাস্থ্য

টিকার নিবন্ধন ছাড়ালো ১ কোটি ২ লাখ

সাননিউজ ডেস্ক: বাংলাদেশে করোনা টিকা পেতে ১ কোটি ২ লাখ ২২ হাজার ১৬৫ মানুষ নিবন্ধন করেছেন। এদেরমধ্যে টিকার আওতায় এসেছেন ১ কোটি ৯ লাখ ৩০ হাজার ১৩১ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের বৃহস্পতিবার (১৫ জুলাই) বিকেল সাড়ে ৫টা পর্যন্ত হিসাবে বিষয়টি জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, টিকা গ্রহণকারীদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ৬৬ লাখ ৩১ হাজার ১৩৪ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪২ লাখ ৯৮ হাজার ৯৯৭ জন। প্রথম ডোজ টিকা গ্রহণকারীদের মধ্যে পুরুষ ৪০ লাখ ৯২ হাজার ৩ জন। নারী ২৫ লাখ ৩৯ হাজার ১৩১ জন। দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারীদের মধ্যে পুরুষ ২৭ লাখ ৪৬ হাজার ৬৬০ জন। নারী ১৫ লাখ ৫২ হাজার ৩৩৭ জন।

‘এরমধ্যে অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড নিয়েছেন দেশের ১ কোটি ১ লাখ ১৬ হাজার ৭৭১ জন মানুষ। চীনের সিনোফার্মের টিকা নিয়েছেন ৬ লাখ ৫৩ হাজার ৮০৮ জন। ফাইজার-বায়োএনটেকের টিকা নিয়েছেন ৪৬ হাজার ৯৮১ জন। মডার্নার টিকা নিয়েছেন ১ লাখ ১২ হাজার ৫৭১ জন।’

‘অ্যাস্ট্রাজেনেকার টিকা গ্রহণকারীদের মধ্যে পুরুষ ৬৩ লাখ ৫৪ হাজার ১৮২ জন এবং নারী ৩৭ লাখ ৬২ হাজার ৫৮৯ জন। এই টিকা গ্রহণকারীদের মধ্যে ৪২ লাখ ৯৬ হাজার ৭৩৮ জন দ্বিতীয় ডোজ এবং ৫৮ লাখ ২০ হাজার ৩৩ জন প্রথম ডোজ নিয়েছেন। দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারী পুরুষ ২৭ লাখ ৪৫ হাজার ১০৩ জন এবং নারী ১৫ লাখ ৫১ হাজার ৬৩৫ জন। আর প্রথম ডোজ টিকা গ্রহণকারী ৩৬ লাখ ৯ হাজার ৭৯ জন পুরুষ এবং নারী ২২ লাখ ১০ হাজার ৯৫৪ জন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশে চীনের সিনোফার্মের টিকার প্রয়োগ ১৯ জুন থেকে শুরু হয়েছে। দ্বিতীয় ধাপে গণটিকাদান কর্মসূচিতে এ পর্যন্ত এই টিকা গ্রহণকারীদের মধ্যে পুরুষ ৩ লাখ ৭৬ হাজার ৯৩ জন এবং নারী ২ লাখ ৭৭ হাজার ৭১৫ জন। এই টিকা গ্রহণকারীদের মধ্যে ৬ লাখ ৫১ হাজার ৫৪৯ জন প্রথম ডোজ এবং ২ হাজার ২৫৯ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন। প্রথম ডোজ টিকা গ্রহণকারী পুরুষ ৩ লাখ ৭৪ হাজার ৫৩৬ জন এবং নারী ২ লাখ ৭৭ হাজার ১৩ জন। আর দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারী ১ হাজার ৫৫৭ জন পুরুষ এবং নারী ৭০২ জন।
ঢাকার ৭টি কেন্দ্রে কোভ্যাক্স থেকে পাওয়া ফাইজার-বায়োএনটেকের টিকা নিয়েছেন ৪৬ হাজার ৯৮১ জন। এদের মধ্যে পুরুষ ৪০ হাজার ৩২৫জন ও নারী ৬ হাজার ৬৫৬ জন। গত ২১ জুলাই এই টিকা পরীক্ষামূলক প্রয়োগ করা হয়। এরপর গত ১ জুলাই থেকে ফাইজারের প্রথম ডোজ গণটিকাদান কার্যক্রম শুরু হয়।

এদিকে ১৩ জুলাই থেকে দেশের সিটি কর্পোরেশনগুলোতে মডার্নার টিকা দেয়া শুরু হয়েছে। এই টিকা নিয়েছেন ১ লাখ ১২ হাজার ৫৭১ জন। এদের মধ্যে পুরুষ ৬৮ হাজার ৬৩ জন ও নারী ৪৪ হাজার ৫০৮ জন। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, আজ বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ৯৯ লাখ ৬৮ হাজার ২৫৭ জন করোনা টিকার জন্য নিবন্ধন করেছেন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজায় গণহত্যার প্রতিবাদ কর্মসূচিতে সংহতি জানালো মুক্তিজোট

গাজায় গণহত্যার প্রতিবাদে সোমবার (৭ এপ্রিল) বিশ্বব্যাপী হরতাল পালনের আহ্বান জ...

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে হরতাল অবরোধ

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান ধ্বংসযজ্ঞ...

ব্রাহ্মণবাড়িয়ায় মিষ্টি কুমড়ার বাম্পার ফলনে কৃষকরা খুশি

ব্রাহ্মণবাড়িয়ায় মিষ্টি কুমড়ার বাম্পার ফলন হয়েছে। এসব মিষ্টি কুমড়া যাচ্ছে দেশে...

টিভিতে আজকের খেলা

প্রতিদিনের মতো আজ সোমবার (৭ এপ্রিল) বেশ কিছু খেলা প্রচারিত হবে টেলিভিশনের পর্...

গাজায় হামলার প্রতিবাদে বাংলাদেশে শিক্ষাপ্রতিষ্ঠানও উত্তাল

গাজায় চলমান ধ্বংসযজ্ঞ ও প্রাণহানির প্রতিবাদে বৈশ্বিক ধর্মঘটের ডাক দিয়েছে যুক্...

টিভিতে আজকের খেলা

প্রতিদিনের মতো আজ সোমবার (৮ এপ্রিল) বেশ কিছু খেলা প্রচারিত হবে টেলিভি...

ইসরায়েল নিশ্চিহ্নে হামাস ইরানের কাছে ৫০০ মিলিয়ন ডলার চেয়েছিল!

ইরান ও হামাস নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন ইসরায়েলে...

ঈদে কে কোন আসনে সক্রিয় ছিলেন এনসিপি নেতারা

পবিত্র ঈদুল ফিতরে অন্তত ৪০টি নির্বাচনী আসনে জনসংযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা