স্বাস্থ্য

চট্টগ্রামে একদিনে করোনা শনাক্ত হাজার ছাড়াল

চট্টগ্রাম ব্যুরো :
চট্টগ্রামে প্রথমবারের মতো একদিনে হাজারো নমুনায় করোনা শনাক্ত হয়েছে। সেই সাথে মারা গেছে ১০ জন। বুধবার (১৪ জুলাই) সকালে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে প্রকাশিত করোনার সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদনের তথ্যমতে, গত ২৪ ঘন্টায় কক্সবাজার মেডিকেল কলেজ ও চট্টগ্রামের ১১টি ল্যাবে ২ হাজার ৮৬৯ জনের নমুনা পরীক্ষা করে ১০০৩ জনের করোনা শনাক্ত হয়েছে। যা একদিনে সর্বোচ্চ রেকর্ড শনাক্ত। শনাক্ত ব্যক্তিদের মধ্যে চট্টগ্রাম নগরের ৬৫২ জন ও বিভিন্ন উপজেলার ৩৫১ জন রয়েছেন। শনাক্তের হার ৩৪.৯৫ শতাংশ।

প্রতিবেদনের পরিসংখ্যান মতে, গত ২৪ ঘণ্টায় বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৭৫৭ জনের নমুনা পরীক্ষা করে ১৯১ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৪০৭ জনের নমুনা পরীক্ষা করে ১৩৭ জন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৪৫ জনের নমুনা পরীক্ষায় ৮১ জনের শরীরে করোনার জীবাণু পাওয়া গেছে।

এছাড়া চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৬৪ জনের নমুনা পরীক্ষায় ৩৬ জন, চট্টগ্রাম জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরি (আরটিআরএল) ল্যাবে ৩১ জনের নমুনা পরীক্ষা করে ২৪ জন, শেভরন ল্যাবে ২২৪ জনের নমুনা পরীক্ষা করে ৭৮ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ১৯২ জনের নমুনা পরীক্ষা করে ৬৮ জন, ইপিক হেলথ কেয়ার ল্যাবে ১০৩ জনের নমুনা পরীক্ষায় ৬১ জন, মেডিকেল সেন্টার ল্যাবে ২২ জনের নমুনা পরীক্ষায় ১৪ জনের দেহে করোনার জীবাণু পাওয়া যায়।

এছাড়া চট্টগ্রামে এন্টিজেন টেস্টে ৭১৩ জনের নমুনা পরীক্ষায় ২৩৫ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। একই সময়ে কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ৬ জনের নমুনা পরীক্ষা করে কারও শরীরে করোনার জীবাণু পাওয়া যায়নি। এছাড়া গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে করোনায় মৃত্যু ঘটেছে ১০ জনের। এর মধ্যে ৪ জন নগরের ও ৬ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা।

এর আগের দিন মঙ্গলবার (১৩ জুলাই) চট্টগ্রামে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছিলেন ৯৫৫ জন। মারা গিয়েছিলেন ১০ জন। সোমবার (১২ জুলাই) শনাক্ত হয়েছিলেন ৮২১ জন। মারা গিয়েছিল ৯ জন। যা ওইদিনের সর্বোচ্চ রেকর্ড।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ প্রসঙ্গে বলেন, ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ ছড়িয়ে পড়ায় চট্টগ্রামে প্রতিদিন আক্রান্ত বাড়ছে। সংক্রমণ থেকে বাচার একমাত্র উপায় স্বাস্থ্যবিধি মেনে চলা। কিন্তু দু:খের বিষয় চট্টগ্রামের অধিকাংশ মানুষের মাঝে বিষয়টি তেমন গুরুত্ব পাচ্ছে না।

প্রসঙ্গত, গত বছরের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। ৯ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে প্রথম এক ব্যক্তি মারা যান। এরপর থেকে এ পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছেন ৬৭ হাজার ৭৮৭ জন। এর মধ্যে ৫১ হাজার ৯৪৯ জন নগরের, ১৫ হাজার ৮৩৮ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা। আর এ পর্যন্ত করোনায় চট্টগ্রামে মারা গেছেন মোট ৮০০ জন। এর মধ্যে ৫০৮ জন নগরের, ২৯২ জন উপজেলার বাসিন্দা।

সান নিউজ/আইকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিয়ানমারের দূতসহ ঢাকায় আসছেন মার্কিন ২ কর্মকর্তা

এপ্রিলের মাঝামাঝি সময়ে ঢাকায় আসছেন মার্কিন প্রশাসন...

গ্রাহকদের উদ্দেশ্যে বার্তা দিল বাটা

গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ...

পরীক্ষা পেছানোর দাবিতে পিএসসির গেট ভেঙে ভেতরে আন্দোলনকারীরা

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার সূচি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পি...

টিভিতে আজকের খেলা

প্রতিদিনের মতো আজ সোমবার (৮ এপ্রিল) বেশ কিছু খেলা প্রচারিত হবে টেলিভি...

ভারতের বিরুদ্ধে ডব্লিউটিওতে অভিযোগ জানাবে বাংলাদেশ

বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে ভারত। এর ফলে বাংলাদেশের র...

চীনা প্রতিষ্ঠানের ১৫০ মিলিয়ন ডলার বিনিয়োগের সমঝোতা স্বাক্ষর

এবার বাংলাদেশে ১৫০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করতে যাচ্ছে চীনভিত্তিক খ্যাত...

'পার্ক ব্যবস্থাপনা প্রাণিবান্ধব ও দর্শনার্থীবান্ধব করতে হবে'

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, পার্ক ব্যবস্থাপনাটা...

নৈতিক শিক্ষা স্কুলেই নিশ্চিত করতে হবে: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন,...

নির্বাচনের রোডম্যাপ ইস্যুতে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চায় বিএনপি

ডিসেম্বরের মধ্যে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার বিষয়ে আলোচনার জন্য প্রধান উপদেষ্টা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা